September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 28th, 2024, 7:39 pm

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওপর থেকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির এবং অন্যান্য সহযোগী সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় জড়িত থাকার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া যায়নি। সরকার আরও বিশ্বাস করে দলটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

এর আগে গত ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।

গত বছরের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই আপিল খারিজ করে দেন।

—–ইউএনবি