October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 8:53 pm

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ বছর

অনলাইন ডেস্ক :

জার্মানিতে ভোটারের সর্বনিম্ন বয়স ১৬ বছর করতে চায় দেশটির সরকার। অর্থাৎ, ১৬ বছর বয়স হলেই জার্মান নাগরিক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনমনে। রোববার (১১ জুন) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জার্মানির সংবিধান অনুযায়ী, কোনো জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারবেন। এই বয়স কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে দেশটির মধ্য বামপন্থি সরকার। জোট সরকারের তিন দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, নব্য উদারপন্থি ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি এই নীতিকে সমর্থন করছে।

তবে এ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক জরিপে দেখা যায়, ৬০ ভাগের বেশি মানুষ এই উদ্যোগকে পছন্দ করছেন না। তবে জরিপ প্রতিষ্ঠান আইএনএসএ সম্প্রতি একটি জরিপে দেখেছে, ৬২ ভাগ মানুষ সংসদ নির্বাচনে এত কম ১৮ বছরের কম বয়সীদের অংশগ্রহণের সিদ্ধান্ত না নেয়ার পক্ষে মত দিয়েছেন। এদিকে জোট সরকারের তিন দল বিষয়টিকে সমর্থন করলেও রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) তা সমর্থন করেনি। তাদের সমর্থকদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি। হিসাবে দেখা গেছে, ১৬ বছর ভোটারের সর্বনিম্ন বয়স হলে নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হবেন আগামী নির্বাচনে। ২০২১ সালের নির্বাচনে মোট ৬ কোটি ১১ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন।