September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 15th, 2021, 9:13 pm

জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ১৯, নিখোঁজ অসংখ্য

অনলাইন ডেস্ক :

জার্মানিতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় কাউন্টির ইউসকারচেনের কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৫ জুলাই) জানিয়েছে, বন্যার কারণে সেখানে আট জনের মৃত্যু হয়েছে। ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে তারা জানিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় শহর কোবেলঞ্জের পুলিশ জানিয়েছে, আহরওয়েলার কাউন্টিতে চারজন মারা গেছেন এবং প্রায় ৫০ জন মানুষ তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলেছে।

পুলিশ জানিয়েছে, শুল্ড গ্রামে ছয়টি ঘর ভেঙে পড়েছে। অনেক লোক সেখানে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জার্মান আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি পূর্বাভাসে জানিয়েছে যে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

এদিকে দেশটির প্রতিবেশি বেলজিয়ামেও বন্যায় দুজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।