October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 1:52 pm

জাস্টিন বিবারের অর্ধেক মুখ ‘প্যারালাইজড’

অনলাইন ডেস্ক :

‘রামসে হান্ট সিনড্রোম’ নামের এক অসুখে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। অসুখের কারণে থামাতে হয়েছে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-ও। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এ খবর। জাস্টিন বিবার গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ভক্তদের জানিয়েছেন, তিনি ‘রামসে হান্ট সিনড্রোম’ নামে বিরল এক অসুখে আক্রান্ত। এই অসুখের ফলে মুখের কোনও একটি অংশ বা পুরো মুখ পক্ষাঘাতে আক্রান্ত হয়। ভিডিওতে জাস্টিন বলেছেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না।’ টরন্টোতে তার পারফর্মের কয়েক ঘণ্টা আগে জাস্টিন বিবার জানান, অসুস্থতার কারণে তিনি ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ আপাতত স্থগিত রাখছেন। দর্শকদের উদ্দেশে, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলব, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা দেখেই বুঝতে পারছেন।’ পপ তারকা জানিয়েছেন, তিনি মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। তার আশা, একশো শতাংশ সুস্থ হলে ফিরে আসবেন দ্রুতই।