অনলাইন ডেস্ক :
শরীর ঘামায়া ফিট রাখতে হবে। তাই আমি ব্যায়াম করি- কথাগুলো বলছিলেন কুদ্দুস বয়াতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছিল। যেখানে দেখা গেছে, কুদ্দুস বয়াতি রীতিমতো জিমে গিয়ে শরীর চর্চা করছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল প্রতিক্রিয়া তৈরি করে। বিষয়টি জানার জন্য কুদ্দুস বয়াতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন যোগ ব্যায়াম করছি। জিমে যাওয়া হয়। তবে যোগা ব্যায়ামটাই আমার আসল। শুধু গান করলে হবে না। শরীর ফিট রাখতে হবে। এইজন্য ঘামা ঝড়াতে হবে। আমি ব্যায়াম করে ঘাম ঝড়াই। ’বর্তমানে নেত্রকোনার কেন্দুয়ায় রয়েছেন কুদ্দুস বয়াতি। সেখান থেকেই তিনি এসব বলছিলেন। বয়াতি বলেন, ‘এখন আমি গ্রামে আসছি। গ্রামে তো আর জিম নাই। তাই এইখানে আমি নিজের মতো করে ব্যায়াম করি। আবার ঢাকা গেলে জিমে ব্যায়াম শুরু করবো। ’গ্রামগঞ্জে ঘুরে পালাগান গাওয়া বয়াতিকে সারা দেশে পরিচয় করিয়ে দেন হুমায়ূন আহমেদ। তাঁর হাত ধরেই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক বিজ্ঞাপন ‘এই দিন দিন নয়, আরও দিন আছে’ করে জনপ্রিয়তা পান। তাঁর পরিচিতি দেশ ছাড়িয়ে ছড়ায় বিদেশেও। এ পর্যন্ত ৪৭টি দেশে গেছেন। মডেল হয়েছেন ৪০টির মতো বিজ্ঞাপনে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ