November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 22nd, 2022, 8:24 pm

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সোহান

আসন্ন জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরসহ বেশ কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ব্যাট হাতেও সাম্প্রতিককালে ব্যর্থ ছিলেন তিনি।

বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে এই সিরেজের দলে রাখা হয়নি। তাদেরকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়ার কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। এছাড়া আসন্ন এ সিরিজের জন্য আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, ও পারভেজ হোসেন ইমন।

—ইউএনবি