November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 2:31 pm

জিম্মি নাবিকরা নিরাপদে আছেন: কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ বুধবার সন্ধ্যা পর্যন্ত সোমালিয়া উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট মিজানুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘আর জাহাজটি আগামীকাল সকালের মধ্যে সোমালিয়া তীরে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘জাহাজে সব ক্রু সদস্য এখন নিরাপদ ও সুস্থ আছেন।’

মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরে কয়লা বহনকারী জাহাজটিতে দুপুরের দিকে হামলা চালানো হয়।

এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল (কেএসআরএম) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনস।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের হাতে সব ক্রু জিম্মি হয়ে আছেন।

—-ইউএনবি