চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিরসনে জি-টোয়েন্টি বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে বাংলাদেশ শিগগিরই জি-২০ জোটের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।
কামাল ভারতের গুজরাটে জি-টোয়েন্টি বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
অর্থমন্ত্রী বলেন, জি-২০ বিশ্বের ২০টি শিল্পোন্নত দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য একত্র করার জন্য এই জোট গঠন করা হয়েছিল।
কামাল বলেন, ‘আমাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং এই সংকট সমাধানের জন্য আমাদের আন্তরিক হতে হবে।’
তিনি বলেন, জি-টোয়েন্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ।
৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও রাষ্ট্র ও সরকার প্রধানদের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনায় নিয়ন্ত্রণের বাইরে কাঁচাবাজার, নেই মনিটরিং
বিমানের এমডি ও সিইও হলেন ড. সাফিকুর
সেনাবাহিনীর নিরাপত্তার আশ্বাসে বৃহস্পতিবার খুলছে সব পোশাক কারখানা: বিজিএমইএ