চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর আরেকজন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের অদূরে আন্দুলবাড়ীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বিপ্লব হোসেন (৩২) ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন (৩৫) একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে করে বিপ্লব ও রুবেল সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একতারপুর বাওড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা বিপ্লব হোসেন রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক রুবেল হোসেনকে আহতাবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
—ইউএনবি
আরও পড়ুন
নতুন এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর
২১ দিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেবা
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর