জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি গ্রামে জীবনের ঝুকি নিয়ে পারাপার করছে দুই গ্রামের মানুষ। যে কোন মুহূর্তে ঘটতে পারে এক বড় ধরনের দুঘর্টনা। জানা যায় ৭-৮ বছর যাবত ব্রীজটি পরে আছে জরাজীর্ণ অবস্থায়, নজরে আসে না কাউরো। সোমবার (১৯ ডিসেম্বর) ইসলামপুর, ধানকাটি, শরীয়তপুর রোডে সরেজমিনে দেখা গেছে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসী দুভোর্গের চিত্র। এই খালের উপরে নতুন ব্রীজ নির্মাণ না হলে কৃষি নির্ভর এলাকাবাসী উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘ দিন ধরে। পথচারীরা জানান শরীয়তপুর তথা রাজধানীর ঢাকার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা হচ্ছে এটি, ইসলামপুর ধানকাটি রোড গুরুত্বপূর্ণ এই সড়কে আশে পাশের বহু শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য উপকেন্দ্র কমিনিউটি ক্লিনিক হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। শরীয়তপুর জেলাসহ বিভিন্ন জেলার হাজার হাজার লোকজন এই রাস্তা দিয়ে চলাচলা করে আসছে। ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাটি খালের উপরে জরাজীর্ণ ব্রীজটি নতুন করে নির্মাণের এলাকাবাসী দীর্ঘদিনের দাবী। উপজেলা এলজিডির প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, উক্ত ব্রীজের প্রাক্কলন MSRDP প্রকল্পে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে।
আরও পড়ুন
না’গঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: নিখোঁজ প্রার্থীর সন্ধান চেয়ে স্ত্রীর আবেদন
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭