October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 5th, 2022, 8:02 pm

জীবনে উত্থান-পতন থাকবেই হতাশ হলে চলবে না: নাঈম

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছিলেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। দুই বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে করেছিলেন ক্যারিয়ারসেরা বোলিং। সেই ম্যাচেই চোট পেয়ে আবারও তিনি মাঠের বাইরে ছিটকে গেলেন। আসন্ন উইন্ডিজ সফরের কোনো ফরম্যাটের দলেই তার নাম নেই। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন মেহেদি মিরাজ। বিদেশ ট্যুরের আগে বারবার ইনজুরিতে পড়ায় কি হতাশ হয়ে পড়েছেন নাঈম? ২২ বছর বয়সী অফ স্পিনার রোববার সাংবাদিকদের বলেন, ‘আসলে হতাশ হওয়ার কিছু নেই। একজন স্পোর্টসম্যানের জীবনে উত্থান পতন থাকবেই। চেষ্টা করব আমি যখন ফিরব তখন যেন আরও শক্তভাবে ফিরতে পারি। ইনজুরি তো আমার হাতেও ছিল না কারও হাতেই ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে অনেক ভালো। আরও সপ্তাহ খানেক পর আবার দেখবে বলল। ১২ বা ১৫ তারিখ থেকে বোলিং শুরু করতে পারব আশা করছি। এখন সাইক্লিং আর জিম করছি।’ বাংলাদেশের টেস্ট দলে এখন পেসারদের রমরমা। ইনজুরি কাটিয়ে তাসকিন-শরীফুল ফিরলে তা আরও বেড়ে যাবে। তার ওপর মেহেদি মিরাজ ফিরে আসায় জাতীয় দলে জায়গা পেতে কঠিন লড়াই করতে হবে নাঈমকে। সেই লড়াইয়ে নামতেই নিজেকে প্রস্তুত রাখতে চান নাঈম, ‘এখন আমার হাতে আছে শুধু পরিশ্রম করা। চেষ্টা থাকে সবসময় নিজেকে রেডি রাখার। যখনই সুযোগ আসবে চেষ্টা থাকবে শতভাগ এফোর্ট দেওয়ার। টিম ম্যানেজমেন্ট চাইলে আবার সুযোগ দিলে আমার চেষ্টা থাকবে নিজের শতভাগ দেওয়ার।’ লম্বা সময় টেস্ট নেই। নিজেকে কীভাবে প্রস্তুত রাখবেন- এমন প্রশ্নে নাঈমের জবাব, ‘আমাদের প্রথম শ্রেণির খেলা আছে, ওগুলো সব খেলবো ইনশাল্লাহ। যসি সুস্থ থাকি এই খেলাগুলো খেলে, পারফর্ম করে নিজেকে আবার জাতীয় দলে ফেরানোর চেষ্টা করব। ‘ উইন্ডিজ সফরের আগে দলের জন্য শুভকামনাও জানান এই তরুণ স্পিনার, ‘দলের জন্য তো সবসময়ই শুভকামনা। কারণ দিন শেষে আমরা সবাই চাই বাংলাদেশ যেন জেতে। এজন্য প্রত্যাশা থাকে সবাই যেন সুস্থ থাকে এবং ভালো খেলে। ‘