অনলাইন ডেস্ক :
বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। সোমবার শাবনূর ফেইসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’ বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। সর্বশেষ তাকে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। শাবনূর ১৯৭৯ সালে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর। পিতার নাম শাহজাহান চৌধুরী।তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন
জায়েদ-নিপুণের মতপার্থক্য নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়
ষাটোর্ধ্ব আধখোঁড়া কানু চরিত্রে শাহেদ আলী
১০ বছর পর একসঙ্গে ইমন-আঁখি