অনলাইন ডেস্ক :
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তারিন জাহান। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছেন। অনেকটা সময় পর ফের জুটি বাঁধলেন তারা। ‘উত্তরাধিকার’ শিরোনামে একটি একক নাটকে দেখা যাবে মোশাররফ করিম-তারিন জাহানকে। শামীম সিকদারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। নির্মাতা জানান, রুমা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে তারিন জাহানকে ভালোবাসে বিয়ে করেন মার্জিত ও শান্ত স্বভাবের মোশাররফ করিম। শ্বশুরালয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে দারুণ সুখের সংসার তাদের। সেই সংসারে অশান্তি বাধে সন্তান নিয়ে। সেই অশান্তি গল্পের বাঁকবদল করে। নাটকটিতে মোশাররফ-তারিন ছাড়া অভিনয় করেছেন মায়মুনা ফেরদৌস মম, আজহারুল হক আদিল, শামীম সিকদার, তুহিন হোসেন প্রমুখ। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ