চলতি বছরের জুনে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামী জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিলের মাঝামাঝি এই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
আমদানি-রপ্তানি পর্যায়ে বাড়ছে রাজস্ব ঘাটতি
দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হচ্ছে এক্সপ্রেসওয়ে
কুলাউড়ায় ঝড়ে দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত