December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 8:07 pm

জুভেন্টাসেই থাকছেন মোরাতা, দল ছেড়ে যাচ্ছেন রামসে

অনলাইন ডেস্ক :

জানুয়ারিতে সিরি-এ ক্লাব জুভেন্টাস ছাড়ছেন না স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। এমন তথ্য নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। এ মাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এ্যারন রামসের দলত্যাগের ইঙ্গিত পাওয়া গেছে। ইতালিয়ান ও স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্রমতে জানা গেছে এ মাসেই জুভেন্টাস ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন মোরাতা। অন্যদিকে দলে নিয়মিত হবার তাগিদে আবারো ইতালি ছেড়ে ওয়েলসম্যান রামসের ইংল্যান্ডের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। নাপোলির বিপক্ষে সিরি-এ লিগের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে আলেগ্রি বলেছেন, ‘মোরাতা কোথাও যাচ্ছে না। গত বছর সে ২১ গোল করেছে, এ বছর ইতোমধ্যেই সাত গোল করে ফেলেছে। তবে সমস্যা হচ্ছে তার মধ্যে সবসময়ই কিছু না কিছুর অভাব লক্ষ্য করা যায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এই মুহূর্তে তার কোথাও যাওয়া হবে না। দলে তাকে প্রয়োজন রয়েছে। সেও আমার কথায় সম্মত হয়েছে।’ আলেগ্রি আরো বলেন, ‘রামসে বৃহস্পতিবার (৬ জানুয়ারী) থেকে অনুশীলনে ফিরেছে। তবে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আবারো সে ইংল্যান্ডে ফিরতে চায়। এবারের শীতকালীন ট্রান্সফার মার্কেটে সেই আমাদের একমাত্র বিদায়ী খেলোয়াড়।’ শীতকালীণ বিরতি কাটিয়ে আবারো মাঠে গড়াচ্ছে ইটালিয়ান সিরি-এ লিগ। টেবিলের পঞ্চম স্থানে থাকা জুভেন্টাস কাল নাপোলির বিপক্ষে মাঠে নামবে। তুরিনের মাঠের এই ম্যাচে জয়ী হতে পারলে তৃতীয় স্থানে থাকা নাপোলির থেকে জুভেন্টাসের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে মাত্র দুই। ১২ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। জুভেন্টাস কোচ বলেন, ‘এবারের লিগে সুস্পষ্ট ভাবেই ইন্টার ফেবারিট হিসেবে এগিয়ে যাচ্ছে। আমাদের মৌসুমের দ্বিতীয় ভাগে এসে খুব সাবধানে এগুতে হবে। ম্যাচ বাই ম্যাচ নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে।’ কোভিড পজিটিভ হওয়ায় শুক্রবারের ম্যাচটিতে খেলতে পারবেন না ইটালিয়ান অধিনায়ক গিওর্গিও চিয়েলিনি। কিন্তু ফরোয়ার্ড পাওলো দিবালা ও ফেডেরিকো চিয়েসা নিজেদেও ফিট প্রমান করায় আলেগ্রি স্বস্তি ফিরে পেয়েছেন।