নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জুলাই মাসের প্রথম ৭ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ৪৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। রোববার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বছরের প্রথম সপ্তাহের প্রবাসী আয়কে শুভ সূচনা হিসেবে দেখছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের সাতদিনে প্রতিদিন গড়ে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ২৮৫ মার্কিন ডলার করে এলো। পুরো জুলাই জুড়ে এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ২০০ কোটি মার্কিন ডলারকে স্পর্শ করবে। বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২০৯ ডলার। এটি প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ছিল। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ১৮৭ কোটি মার্কিন ডলার।
এ বিবেচনায় চলতি জুলাই মাসের ৭দিনের প্রবাসী আয় ভালো সূচনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি জুলাই মাসের ৭দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এদিকে সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। একক মাস হিসেবে এ অঙ্ক ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ২০২০ সালের জুলাইয়ে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।
আরও পড়ুন
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট