November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 6th, 2021, 7:14 pm

জেমসের করা মামলায় বাংলালিংকের চার কর্মকর্তার জামিন

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে ‘নগর বাউল’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের করা মামলায় মোবাইল অপারেটর বাংলালিংকের চার কর্মকর্তাকে সোমবার স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

বাংলালিংক কর্মকর্তারা হলেন- বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, টাইগার্স ডেন, এর প্রধান কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

চার আসামি আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

গত ৩০ নভেম্বর একই আদালত তাদের আজ (সোমবার) পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

এর আগে ১০ নভেম্বর সংগীতশিল্পী জেমস মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিলেন। ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েশের সামনে হাজির হয়ে কপিরাইট ইস্যুতে অভিযোগ দায়ের করেন তিনি।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, জেমসের জবানবন্দি রেকর্ড করার পর ঢাকা মহানগর হাকিম বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলেন।

এছাড়া মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদও কপিরাইট ইস্যুতে বাংলালিংকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেছেন।

তাদের অভিযোগে জানানো হয়, বাংলালিংক ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের অনুমতি ছাড়াই রকস্টার জেমসের ৬টি গান এবং মাইলস ব্যান্ডের দু’টি গান নিজেদের রিংটোন, ওয়েলকাম টিউন এবং অন্যান্য বিজ্ঞাপনে ব্যবহার করেছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।

–ইউএনবি