October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 19th, 2021, 9:22 pm

জেলা প্রশাসনের বিরুদ্ধে চট্টগ্রাম আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের শান্ত পরিবেশ নষ্ট করতে জেলা প্রশাসন বরিশালের মতো অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন বলে মন্তব্য করেছে জেলা আইনজীবী সমিতি। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। তিনি বলেন, ১২৮ বছরের প্রাচীন সংগঠন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ সমিতি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য প্রত্যাহার না করলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। ডিসি বলেছেন আইনজীবী সমিতির নির্মিত ভবন অবৈধ। অথচ এসব ভবন নির্মাণে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী অনুদান দিয়েছেন এবং উদ্বোধন করেছেন। ভবন অবৈধ হলে ওঁরা কি এসব করতেন? তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে গোপন প্রতিবেদন দেওয়া হয়েছে। এসব প্রতিবেদনে ৩৫৩টি অবৈধ স্থাপনার কথা বলা হয়েছে। অথচ এসব স্থাপনা জেলা প্রশাসন ভাড়া দিয়েছে। জেলা প্রশাসন প্রত্যেক স্থাপনা থেকে দৈনিক-মাসিক ভিত্তিতে ভাড়া উত্তোলন করে। জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতি সর্বজনস্বীকৃত। কমিশন ছাড়া সেখানে কোনো বিল দেওয়া হয় না। জিয়া উদ্দিন বলেন, আমাদের প্রত্যেক ভবন সিডিএ কর্তৃক অনুমতি নেওয়া হয়েছে। এসব ভবনে নিয়ম মেনে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ নেওয়া হয়েছে। এখন জেলা প্রশাসন বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে সংযোগ না দেওয়ার জন্য। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।