October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 7:54 pm

জেসমিন-গৌরবের সম্পর্কে ফাটল

অনলাইন ডেস্ক :

প্রেম ভাঙল কলকাতার ইন্ডাস্ট্রির আলোচিত জুটি জেসমিন রায় ও গৌরব মন্ডলের। বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। কলকাতার একটি গণমাধ্যমকে নিজেই সম্পর্ক ভেঙে যাওয়ার কথা নিশ্চিত করেছেন জেসমিন। জেসমিন বললেন, ‘হ্যাঁ আমরা আর সম্পর্কে নেই। ‘তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন এই মুহূর্তে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে তিনি মুখ খুলতে চান না। আপাতত ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চান তিনি। গৌরব যেমন প্রেম ভাঙার কথা স্বীকার করেননি, ঠিক তেমনই এড়িয়েও যায়নি। তিনি বলেন, ‘আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আমরা দুজনেই দুজনের জীবনে ভাল আছি। ‘দুজনেই বিচ্ছেদ নিয়ে চুপ থাকলেও বিচ্ছেদের কারণ হিসেবে টলিপাড়া বলছে তৃতীয় ব্যক্তির আগমন। আর সেই তৃতীয় ব্যক্তি নাকি আবার ইন্ডাস্ট্রিরই এক অভিনেতা বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন জেসমিন। ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন রবি শ। শোনা যাচ্ছে রবির সঙ্গেই নাকি রিয়েল লাইফেও রসায়ন তৈরি হচ্ছে তাঁর। জেসমিনকে এ কথা জিজ্ঞাসা করতেই তিনি স্পষ্টতই বলেন, “এখন অনেক কিছুই শোনা যাবে। তবে এই মুহূর্তে আমি এই নিয়ে আর কিছু বলতেই চাই না। “বেশ কিছু মাস ধরেই নাকি আলাদা রয়েছেন তাঁরা। এমনিতে তাঁদের মাখোমাখো রোম্যান্সের ঝলক বহুবারই দেখেছে নেটপাড়া। একসঙ্গে থাকতেনও দুজনে। পুরনো সম্পর্ক ভুলে দুজনেই শুরু করেছিলেন নতুন পথ চলা। তবে আবারও মন ভাঙা। কারণ বলতে না চাইলেও এই খবরে মন খারাপ তাঁদের ভক্তদেরও।