November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 7:56 pm

জেসুসে মুগ্ধ আর্তেতা

অনলাইন ডেস্ক :

গাব্রিয়েল জেসুসকে পেয়ে আর্সেনালের শক্তি বেড়েছে অনেকখানি। প্রতিপক্ষের রক্ষণকে যিনি এলোমেলো করে দিতে জানেন। ইতোমধ্যে এর প্রমাণও মিলতে শুরু করেছে। প্রাক-মৌসুমে প্রস্তুতিতে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স দারুণ খুশি দলটির কোচ মিকেল আর্তেতা। এভারটনের বিপক্ষে শনিবার প্রীতি ম্যাচে আর্সেনালের ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন জেসুস। ৩৩তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। তিন মিনিট পর বুকায়ো সাকার ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন তিনি। গত সপ্তাহে নুরেমবুর্কের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্সেনালের ৫-৩ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন কদিন আগে সাড়ে ৪ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে দলটিতে আসা জেসুস। এভারটনের বিপক্ষে জয়ের পর আর্তেতা জেসুসের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। “সে প্রতিপক্ষের রক্ষণকে এলোমেলো করে দেয়ৃএবং সব সময় দলের দায়িত্ব নেয়। সে সত্যিকারের হুমকি (প্রতিপক্ষের জন্য) আর এটাই আমাদের দরকার।” “সে বহুমুখী মেধাসম্পন্ন খেলোয়াড়, তবে স্পষ্টত আমরা তাকে যেভাবে বিকশিত করতে চাই, সেটা (নাম্বার নাইন) পজিশনে।” নতুন মৌসুমে নিজেদের মিশন শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আরও তিনটি ম্যাচ খেলবে আর্সেনাল। চেলসি ও মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলার পর আগামী ৩০ জুলাই লন্ডনে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের প্রস্তুতি পর্ব।