October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 5:55 pm

জৈন্তাপুরে তুলার গোডাউন আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে তুলার গোডাউন আগুন লেগে অন্তত ৫টি দোকান পুড়ে ছাই এবং আরও ১০টি দোকানের ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় দরবস্ত বাজারের চিটাগাঙ্গীর তুলার গোডাউন হতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত গঙ্গা ফার্মেসী, মখলিছ টেইলার্স, কোকারিজের দোকান ও ১টি রেষ্টুরেন্টে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আরও ১০টি দোকানের ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় জনতা আগুন দেখতে পেয়ে দ্রুত নিভানোর কাজে এগিয়ে আসে এবং জৈন্তাপুর ফায়ার সার্ভিস ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বায়োজিদ বোস্তামির নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম দ্রুত দরবস্ত বাজারে পৌছে স্থানীয় জনসাধারনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (এসিল্যান্ড). জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন সহ স্থানীয় গন্যমান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করেন।

জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বায়োজিদ বোস্তামি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডে মোট ৫টি দোকান পুড়ে যায় তারমধ্যে ১টি টেইলার্স এবং ১টি ফার্মেসী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও ১০টি দোকানের ক্ষতি সাধিত হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তুলার গোডাউন হতে আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।