October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 21st, 2021, 7:42 pm

‘জোরপূর্বক’ প্রধান নির্বাহীকে সরিয়ে দিলো তালেবান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে এবার বল প্রয়োগের ঘটনা ঘটিয়েছে তালেবান। জোরপূর্বক তারা সরিয়ে দিয়েছে প্রধান নির্বাহীর পদে থাকা হামিদ শিনওয়ারিকে! জানা গেছে, সোমবার হাক্কানি নেটওয়ার্কের একটি গ্রুপ আফগান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা প্রধান নির্বাহীকে ছাঁটাইয়ের আদেশ দেন। তার বদলে পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা বলেন। বর্তমানে এই পদে বসেছেন নাসিবুল্লাহ খান। তিনি হাক্কানি নেটওয়ার্কেরই সদস্য। শিনওয়ারি ক্রিকবাজকে বলেছেন, ‘আমাকে ছাঁটাই করা হয়েছে।’ এর আগে তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘মঙ্গলবার আনাস হাক্কানি (হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র একজন নেতা) ক্রিকেট বোর্ড অফিসে আসেন। আমাকে বলেন, ‘প্রধান নির্বাহী হিসেবে তোমার চাকরি আর নেই।’ তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন নির্বাহী হিসেবে পরিচয় করিয়ে দেন।’ শিনওয়ারি বলেন, তাকে ছাঁটাই করা হলেও লিখিতভাবে কোনও কিছু দেওয়া হয়নি, ‘আমি তাদের বলেছিলাম, লিখিতভাবে আমার ইস্তফাপত্র দেওয়ার জন্য। কিন্তু আমি তা পাইনি। অথচ ৫ মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলাম। এখন ছাঁটাইয়ের কারণও আমার জানা নেই।’ প্রসঙ্গত, তালেবান ক্ষমতা নেওয়ার পর এসিবির চেয়ারম্যান পদেও আসে নতুন নেতৃত্ব। নিয়োগ দেওয়া হয়েছে আজিজুল্লাহ ফাজলিকে।