October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 25th, 2022, 7:33 pm

জ্যাকলিনের পর এবার ভূমি, জাহ্নবী

অনলাইন ডেস্ক :

গেল বছরের শেষের দিকে ২০০ কোটি রুপি প্রতারণার দায়ে গ্রেপ্তার হন ভারতীয় ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই বেরিয়ে আসে সুকেশের বলিউড-যোগ। প্রথমে জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজের নাম। অভিযোগ ওঠে, কথিত এই প্রতারকের কাছ থেকে গাড়িসহ বিভিন্ন দামি উপহার নিয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী। পরে সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবিও ফাঁস হয়। এরপর আসে সুকেশের সঙ্গে নোরা ফাতেহির যোগাযোগের খবর। এবার জানা গেল, সুকেশের উপহার নিয়েছিলেন জাহ্নবী কাপুরও। এ ছাড়া উপহার পাওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন ভূমি পেদনেকর। শোনা যাচ্ছে, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ অন্তত ১২ বলিউড অভিনেত্রী নাকি সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন বা প্রস্তাব পেয়েছেন। তদন্তে জানা গেছে, ২০১৫ সাল থেকে বলিউড অভিনেত্রীদের পেছনে ২০ কোটি রুপির উপহার দিয়েছেন সুকেশ। ২০২১ সালের জুলাই মাসে বেঙ্গালুরুতে একটি বিউটি সেলুন খোলেন। সেখানেই আমন্ত্রিত হন জাহ্নবী। সেলুনের উদ্বোধনীতে হাজির হওয়ায় নগদ প্রায় ১৯ লাখ রুপি পান শ্রীদেবীকন্যা, সঙ্গে ছিল দামি কম্পানির ব্যাগও। তবে সন্দেহ হওয়ায় একটুর জন্য ভূমি বেঁচে গেছেন। গেল বছরের জানুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু পিঙ্কি ইরানির মাধ্যমে সুকেশের সঙ্গে যোগাযোগ হয় ‘বাঁধাই দো’ অভিনেত্রীর। কিন্তু ফোনে সুকেশ বারবার দামি গাড়ি উপহার দিতে চাওয়ায় ভূমির সন্দেহ হয়। ফলে তিনি সুকেশের কোনো প্রস্তাবেই রাজি হননি। জানা গেছে, জাহ্নবী ও ভূমি তাঁদের সঙ্গে ঘটা পুরো বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন। দুই অভিনেত্রী অবশ্য বিষয়টি নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।