অনলাইন ডেস্ক :
ফরাসি ওপেনে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রাফায়েল নাদালের শুরুটা হয়েছে দারুণ। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। রোলাঁ গাঁরোয় গত সোমবার ৩৫ বছর বয়সী নাদাল জেতেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। ক্লে কোর্টের রাজার এখানে ১০৬তম জয় এটি। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কোন্তাঁ মুতের বিপক্ষে। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও ২০১৫ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারান ২৩ বছর বয়সী মুতে। মেয়েদের এককে দাপুটে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। ইউক্রেইনের লেসিয়া সুরেঙ্কোরকে ৫৪ মিনিটেই ৬-২, ৬-০ গেমে হারিয়ে দেন তিনি। আরেক ম্যাচে প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তারকা এমা রাডুকানু। ফরাসি ওপেনে অভিষেকে চেক রিপাবলিকের ১৭ বছর বয়সী লিনদা নোসকোভার বিপক্ষে তিনি জেতেন ৬-৭ (৪-৭), ৭-৫, ৫-১ গেমে। টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। তবে প্রথম রাউন্ডে হেরে গেছেন গত আসরের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নাওমি ওসাকা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চেক রিপাবলিকের ক্রেইচিকোভাকে ১-৬, ৬-২, ৬-৩ গেমে হারান ফ্রান্সের ১৯ বছর বয়সী দিয়ান পারি। জাপানের সাবেক এক নম্বর খেলোয়াড় ওসাকার বিপক্ষে ৭-৫, ৬-৪ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’