অনলাইন ডেস্ক :
ক্রাইস্টচার্চ টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষ হয়েছে। এরইমধ্যে জয় দেখতে শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী দক্ষিণ আফ্রিকা থেকে তারা এখনো ৩৫৩ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিন শেষে নিজেদের ২য় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪ রান। রাসি ভ্যান ডার ডুসেন ৯ ও টেম্বা ভুবামা ২২ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিন নিজেদের ১ম ইনিংসে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন আবারও ব্যাট করতে নামে কিউইরা। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ৪৮২ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেছেন হেনরি নিকোলস। এ ছাড়া টম ব্লানডেল ৯৬, ম্যাট হেনরি ৫৮, নিল ওয়াগনার ৪৯ ও কলিন ডে গ্র্যান্ডহোম ৪৫ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে ডুয়ান অলিভিয়ার ৩টি, কাগিসো রাবাদা ২টি, মার্কো জ্যানসেন ২টি, এইডেন মার্করাম ২টি এবং অন্য উইকেটটি নেন গ্লেন্টন হেলসম্যান।
আরও পড়ুন
ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিমকে দলে নিতে নোটিশ
দেখে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড