জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সারা দেশের ন্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সন্ধ্যার আগ মুহুর্তে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন ও শহীদদের গণ-কবরে ফুলের শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, জাসদের সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক প্রমুখ। সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার আহাম্মদ নগর ও ঘাগড়া কামার পাড়া বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জলন ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এছাড়া কর্মসূচিতে ওসি তদন্ত আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রাজধানীতে কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে ফি বাড়িয়েছে ডিএনসিসি
৩০০ বছরের ইতিহাস বহন করছে সিলেটের সেই ‘পুল’ !
ফটিকছড়িতে চাষ হচ্ছে বিশাল আকৃতির জাপানি মুলা