ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি ওজনের ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই সময় সন্দেহভাজন এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। শুক্রবার উপজেলার হাতির মোড় এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম খলিল উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-৫৮-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮-এর একটি দল অভিযান চালিয়ে খলিলকে স্বর্ণের বারসহ আটক করে।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই
পোশাক কারখানায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিজিএমইএর ৭ নির্দেশনা
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল