হাসপাতালের শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রায় অর্ধশত শিক্ষার্থী এ অভিযানে অংশ নেয়।
এসময় হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরের নানা আগাছা পরিস্কার করে তারা। এ ছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও দুগন্ধযুক্ত ড্রেন পরিষ্কার করে তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সোহাগ আহম্মেদ শুভ জানান, হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের তারা সাহায্য করছেন। লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করার পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষেরও সহযোগিতা করছেন তারা।
আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের