জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীর হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- টঙ্গীর আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪), সুজন মিয়া (২৪) ও সুজনের স্ত্রী রুপালি (২১)।
স্থানীয়রা জানান, আরিচপুরে জননী টেইলার্সে রাতে তারা কাজ করছিলেন। হঠাৎ কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীসহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে চাপাতি দিয়ে এলোপাথারি কোপালে তারা আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
নভেম্বর মাসে বাংলাদেশ ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে: বাংলাদেশ ব্যাংক
৩ দিনে ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে: ফায়ার সার্ভিস
চট্টগ্রামে সিইসির কুশপুত্তলিকা দাহ