November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 29th, 2023, 7:22 pm

টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী হরতালের মধ্যে গাজীপুরের টঙ্গীতে রবিবার সকালে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে আজ সকাল থেকে সারা দেশে কয়েক ডজন যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

—-ইউএনবি