নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীতে একটি বস্তিতে আগুন লেগে শত শত ঘর পুড়ে গেছে। শুক্রবার (১১ জুন) রাত ৩টার দিকে মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরিতে আগুন লেগে। মুহূর্তে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে শত শত বসত ঘর ও কয়েকটি ঝুট গুদাম পুড়ে যায়।
শনিবার (১২ জুন) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন জানান, মধ্য রাতে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এখন ডাম্পিং এর কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির বাসিন্দারা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। মধ্য রাতে আগুন লাগায় তারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।
আরও পড়ুন
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে: ড. ইউনূস
স্বৈরাচারের প্রতিষ্ঠিত গুম সংস্কৃতির সমাপ্তি ঘটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: ড. ইউনূস
অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র