September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 13th, 2022, 8:09 pm

টটেনহ্যামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল চেলসি

অনলাইন ডেস্ক :

ইংলিশ ফুটবল লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগেও চেলসির কাছে হেরেছে টটেনহ্যাম হটস্পার। প্রথম লেগে চেলসির মাঠে ২-০ গোলে হারা টটেনহ্যাম গতরাতে ঘরের মাঠে হেরেছে ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় আসরটির ফাইনালে উঠে গেছে চেলসি। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও আধিপত্য বিস্তার করেই খেলেছে চেলসি। তবে আক্রমণের বিচারে টটেনহ্যামও চেষ্টা করেছে জবাব দিতে। তবে কাজের কাজ হয়নি কোনো। উল্টো ১৮ মিনিটে অ্যান্টনিও রুডিগারের করা গোলই জয় এনে দেয় চেলসির। লিগ কাপের প্রথম সেমিফাইনালের দুই লেগ হয়ে গেলেও, অন্য সেমিফাইনালে এখনো প্রথম লেগ মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে লড়বে লিভারপুল ও আর্সেনাল। পরে দ্বিতীয় লেগ হবে আগামী বৃহস্পতিবার।