অনলাইন ডেস্ক :
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘দ্য ফ্যাবেলম্যানস।’ এতে অস্কারের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল ছবিটি।‘দ্য ফ্যাবেলম্যানস’ তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার ওপর ভিত্তি করে। বাবা-মায়ের সঙ্গে নির্মাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না। গত রোববার ৪৭ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। গত দশ বছর ধরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ জিতে নেয়া ছবি অস্কারে মনোনয়ন পেয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল সারাহ পলির ‘ওম্যান টকিং’ এবং তৃতীয় স্থানে জনসন-এর ‘গ্লাস ওনিয়ন।’ এবারের উৎসবে সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে ‘ব্ল্যাক আইস’। ‘দ্য মিডনাইট সেকশন’ জিতেছে ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিক’।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ