অনলাইন ডেস্ক :
জায়েদ খানকে টাইগার শ্রফের মতো লাগছে। একজন নেটিজেন এমন একটি মন্তব্য করেছিলেন সদ্য পোস্ট করা জায়েদের ছবিতে। সেই মন্তব্যের উত্তরে জায়েদ খান একটি ইমোজি ব্যবহার করেছেন, যার অর্থ কৃতজ্ঞতা। অর্থাৎ নেটিজেনের মন্তব্যের বিষয়ে জায়েদ খান বেশ সন্তুষ্ট। সম্প্রতি জায়েদ খান মুম্বাই গিয়েছিলেন। সেখানে বেশ কিছুদিন থাকার পর বাংলাদেশে ফেরেন। গত সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন, তিনি সপ্তাহখানের মধ্যে ফের মুম্বাই যাচ্ছেন। কেন যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এখনই কিছু জানাব না। আমি কিছু বললেই সেটা নিয়ে নানা ধরনের নেতিবাচক ঘটনার সৃষ্টি হয়। চিত্রনায়ক জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নিজের ফেসবুক হ্যান্ডেলে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে কথা বলে থাকেন। গত সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন তথ্য দিয়েছেন জায়েদ খান। তিনি জানান, নিজেকে নিজের কাছেই প্রমাণের চেষ্টা করেন তিনি। এ চিত্রনায়ক ক্যাপশনে লেখেন, ‘নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি, অন্যান্যের কাছে নয়।’ এ সময় ছবিতে তাকে কালো রঙের স্যান্ডো গেঞ্জিতে দেখা যায়। আর চারপাশের পরিবেশে এটা স্পষ্ট, শরীরচর্চার সময় তোলা হয়েছে ছবিটি।
আরও পড়ুন
এশিয়া কাপ পাকিস্তানে হলেও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত
আসছে ঈদে প্রতিদ্বন্দ্বী শাকিব-পূজা
শত কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন তারকা দম্পতি