October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 6:59 pm

টাঙ্গাইলের সাংসদ একাব্বর হোসেন আর নেই

টাঙ্গাইল-৭ আসনের টানা চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে ব্যারিস্টার তাহরিম হোসেন সিমন্ত জানিয়েছেন।

মৃত্যুতে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা একাব্বর ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা চারটি সাধারণ নির্বাচনে জয়ী হন।

একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

–ইউএনবি