December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 19th, 2021, 12:28 pm

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাই‌ক্রোর ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি:

টাঙ্গাই‌লের মির্জাপু‌রে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে মাই‌ক্রোবা‌স স‌জো‌রে ধাক্কা দেয়ায় দুই ভাইসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌ সময় আ‌হত হ‌য়ে‌ছেন আ‌রো একজন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উপ‌জেলার পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- জয়পুরহাট জেলার আ‌ক্কেলপুর উপ‌জেলার টিয়াড়ি গ্রা‌মের এমদাদুল হ‌কের ছে‌লে গোলাম মন্ডল শা‌মিম, তার ভাই সৌরভ মিয়া ও মাই‌ক্রোবাসের চালক। ত‌বে চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আহত হয়েছেন শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

মির্জাপুর ফায়ার সা‌র্ভিসের সাবস্টেশ‌ন অ‌ফিসার আহমদ হো‌সেন জানান, ঢাকাগামী এক‌টি মাই‌ক্রোবাস‌ মহাসড়‌কের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে সেখা‌নে দাঁড়ি‌য়ে থাকা কাভার্ডভ্যানকে স‌জো‌রে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবাস‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। এ সময় মাই‌ক্রো‌বাসের চালকসহ দুই ভাই ঘটনাস্থ‌লেই মারা যায়। গুরুতর আহত হন নিহত শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

তি‌নি বলেন, মরদেহগু‌লো পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়ে‌ছে। আহতকে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।