December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 24th, 2022, 2:08 pm

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

টাঙ্গাই‌লের কালিহাতীতে যাত্রীবা‌হী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত এবং ১০ জন হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম প‌রিচয় পাওয়া যায়‌নি।

রবিবার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা উপপরিদর্মক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের একটি বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সল্লা এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রা‌ক সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাক চালক ঘটনাস্থ‌লে নিহত হন। এই ঘটনায় আরও ১০ জ‌ন আহত হ‌য়ে‌ছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

দুর্ঘটনায় মহাসড়‌কের দুইপ‌া‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য় জানান এসআই জ্বিলকদ হোসেন।

—ইউএনবি