October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 31st, 2023, 8:47 pm

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ।

তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘সন্দেহজনক গতিবিধির’ জন্য ৩৬ পর্যটককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৭টার দিকে নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে যান বুয়েট শিক্ষার্থীরা। বিকালে পাটলাই নদীর তীরে নতুন বাজারে পৌঁছালে দু’টি স্পিড বোটে করে শিক্ষার্থীরা টেকেরহাট পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় পুলিশের একটি দল দুই নৌকার মাঝি আহাদুল মিয়া ও মুহাদ্দিস মিয়াসহ তাদের আটক করে।

পরে তাদের তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর রলুকদার বলেন, আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

—-ইউএনবি