December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 18th, 2022, 7:56 pm

টিকটকার সাফা কবিরের আইডি পিংকি ক্যাট!

অনলাইন ডেস্ক :

এবার একজন টিকটকারের চরিত্রে দেখা মিলবে সাফা কবিরের। পিংকি ক্যাট তার চরিত্রের নাম। পিংকি সুযোগ পেলেই ইন্টারনেট ঠিক করার অজুহাতে মিজানকে বাসায় ডেকে নিয়ে আসে। আর এই মিজান চরিত্রটিকে ধারণ করেছেন এলেন শুভ্র। এমন একটি গল্প নিয়ে নিশান মাহমুদ নির্মাণ করেছেন ‘হ্যাপি বার্থ ডে’। আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকি অ্যাপে দেখা যাবে এটি। এই গল্পের মধ্য দিয়ে চরকিতে প্রথমবারের মতো দেখা যাবে সাফা কবির ও এলেন শুভ্রকে। তাদের সঙ্গে পর্দায় দেখা মিলবে রোজী সিদ্দিকী, ইকবাল হোসাইন, আবদুল্লাহ আল সেন্টু, প্রীতি চৌধুরী, হোসেইন জীবন, কাজী আবরার হাসান, ইশরাক রহমান শান্তসহ অনেকের। কাজটি নিয়ে বেশ আশাবাদী সাফা। তিনি বলেন, ‘‘হ্যাপি বার্থ ডে’তে কাজ করে আমি খুব হ্যাপি ফিল করছি। এর আগে অনেক ধরনের কাজ আমার করা হয়েছে, কিন্তু এই ধরনের মানে এই জনরার কাজ কখনও করা হয়নি। এই এক গল্পে ফান, ইমোশন, থ্রিল, টুইস্ট সব আছে। সেই সঙ্গে সামাজিক কিছু বার্তা আছে, যেটা দর্শক দেখে নিজেদের সঙ্গে মেলাতে পারবেন। এলেন শুভ্র বলেন, ‘এরকম চরিত্র আমার আগে কখনও করা হয়নি। তাই এটি করতে আমার ভালোও লেগেছে আবার ভয়ও। এই কাজে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে পরিচালক। দারুণ এই গল্পে পরিচালক যে টুইস্টগুলা রেখেছেন, দর্শক দেখে মজা পাবেন।’ হ্যাপি বার্থ ডে নিয়ে পরিচালক বলেন, ‘‘এই কনটেন্টটি বানানোর সময় মূলত আমার মাথায় ছিল সোশাল মিডিয়া ও তরুণ সমাজ। এই দুটি বিষয় বর্তমানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। তরুণ সমাজ কীভাবে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বুঁদ করে রাখছে, ‘হ্যাপি বার্থ ডে’ দেখলেই দর্শক সেটা বুঝতে পারবেন আশা করছি।’’