October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 24th, 2021, 2:22 pm

টিকটক বন্ধের আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে আমি পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাই ছেলে-মেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? সন্তানরা টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে এসব অভিভাবকদেরও দেখতে হবে। যদি না পারেন আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।

টিকটক ও লাইকি করতে গিয়ে অনেক তরুণ-তরুণীরা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন। টিকটক, লাইকি বন্ধ হবে কিনা প্রসঙ্গে কথাগুলো বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৩ জুন) রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।