September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 8:44 pm

টিকিট বিক্রিতে অনিয়ম: গাজীপুরে ছয় ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম দেখে ট্রেন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। প্রায় ছয় ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পাঁচটার দিকে স্টেশনে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম দেখতে পায় শিক্ষার্থীরা।

সেসময় শিক্ষার্থীরা ট্রেনের টিকিট কালোবাজারি ও বেশি দামে টিকিট বিক্রির প্রতিবাদ করলে টিকিট কাউন্টারের লোকজন পালিয়ে যায়। শিক্ষার্থীদের বিক্ষোভের জের ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, জয়দেবপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল ছয় ঘণ্টা ধরে বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে জয়দেবপুর স্টেশনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রেলওয়ের অনিয়ম দূর করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

—–ইউএনবি