October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 8:04 pm

টিজারেই মুগ্ধ করলেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :

প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত আসন্ন প্রাইম ভিডিও ওয়েব সিরিজ সিটাডেলের প্রথম টিজার। অ্যাকশনধর্মী স্পাই থ্রিলার সিটাডেলে প্রধান ভূমিকায় অভিনয় করছেন বলিউড ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকি। দুর্দান্ত টিজারটি চমৎকার অ্যাকশনধর্মী স্পাই থ্রিলারের আভাস দিয়েছে ভক্তদের। সিটাডেলে, প্রিয়াঙ্কা একজন অভিজাত গুপ্তচর নাদিয়া সিংহের ভূমিকায় অভিনয় করছেন। সিরিজটিতে লেসলি ম্যানভিলও অভিনয় করেছেন। ২৮ এপ্রিল এর প্রথম দুটি পর্বের প্রিমিয়ার হবে। এদিকে সিটাডেলে প্রিয়াঙ্কার দুর্দান্ত লুক ও পারফরম্যান্সে উচ্ছ্বসিত তার স্বামী নিক জোনাস ও বলিউডে প্রিয়াঙ্কার ভক্ত-অনুরাগীরা। বলিউডের সহকর্মীরাও তাঁর আসন্ন কাজের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে সিটাডেলের ছবিগুলো শেয়ার করার পর নিক জোনাস সেখানে মন্তব্য করে জানান, ‘তোমার জন্য ভীষণ গর্ববোধ হচ্ছে প্রিয়াঙ্কা।’ তিনি অভিনেত্রীর আরও একটি অ্যাকশন দৃশ্যের ছবি শেয়ার করে লেখেন, ‘সবাই তৈরি হয়ে যান। এই শো আলাদা লেভেলের হতে চলেছে।’ বলিউড অভিনেতা রাজকুমার রাও তার এই পোস্টে লেখেন, ‘দারুণ।’ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘ইয়েস!’ মতামত জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জাও। তিনি লিখেছেন, ‘মাম্মা মিয়া।’ এ ছাড়া প্রিয়াঙ্কার বলিউডের সহকর্মীদের মধ্যে এশা গুপ্তা, সোনালি বেন্দ্রে সহ আরও অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন অভিনেত্রীকে। এজিবিও ব্যানারে অ্যাকশন স্পাই থ্রিলার সিটাডেলের নির্মাতা রুশো ব্রাদার্স। সিরিজের গল্পটি ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া সিনকে (প্রিয়াঙ্কা চোপড়া) ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যাঁরা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন, এমন দুজনের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। ‘সিটাডেল’ ২৮ এপ্রিল মুক্তি পাবে। দুটি পর্ব উন্মোচন হবে দর্শকদের জন্য। এরপর ২৬ মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব প্রকাশ হবে। ছয় পর্বের সিরিজটির ইটালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে প্রাইম ভিডিও’তে। রাজ এবং ডিকে পরিচালিত ইন্ডিয়ান সিটাডেলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। সূত্র : হিন্দুস্তান টাইমস