November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 24th, 2022, 7:36 pm

টিজারে চমকে দিলেন সাইফ-হৃতিক

অনলাইন ডেস্ক :

সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেদা’। অবশেষে প্রকাশ্যে সিনেমাটির প্রথম ঝলক। বুধবার এই সিনেমার টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। ১ মিনিট ৫৪ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে দেখা গেছেÑ সাইফ ও হৃতিকের মধ্যে দ্বন্দ্বের গল্প। পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্য। সিনেমাটিতে সাইফ একজন পুলিশ অফিসার। অন্যদিকে হৃতিক গ্যাংস্টার। এই দুই অভিনেতার লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। তামিল ভাষার অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বিক্রম বেদা’। একই নামে এর হিন্দি রিমেক এটি। সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করেছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। শুরুতে শাহরুখ খানকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হননি। পরবর্তী সময়ে আমির খান এতে অভিনয়ের সম্মতি দেন। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তিনিও চরিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান। এরপর চরিত্রটি করতে রাজি হন হৃতিক। তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’য় রঙ্গনাথন মাধবন ও বিজয় সেতুপাতিকে দেখা গিয়েছিল। মাধবনের চরিত্রটি করছেন সাইফ। অন্যদিকে বিজয় সেতুপাতির চরিত্রটি রূপায়ন করছেন হৃতিক রোশান।