October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 8:54 pm

টিপ নিয়ে স্ট্যাটাস: সিলেটের কোর্ট পরিদর্শক বরখাস্ত

‘টিপ’ নিয়ে স্ট্যাটাস দেয়ায় সিলেটে এক কোর্ট পুলিশ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত পুলিশ পরিদর্শকের নাম মো.লিয়াকত আলী। তিনি তিন মাস পূর্বে সিলেট সদর কোর্টে যোগদান করেন। এর আগে তিনি কয়েক মাস সুনামগঞ্জে দায়িত্ব পালন করেন।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান বলেন, সোমবার রাতে পুলিশ সুপার বিষয়টি অবগত হয়ে তাকে বরখাস্ত করার নির্দেশ দেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

তিনি জানান, কোর্ট পুলিশ পরিদর্শকের ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে তারা অবগত হয়েছেন।

ওই কর্মকর্তা এরই মধ্যে স্ট্যাটাসটি মুছে ফেলেছেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা রয়েছে।

ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

বরখাস্ত কোর্ট পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে তিনি স্ট্যাটাসটি দিয়েছিলেন।

তিনি জানান, টিপ মেয়েরা পড়ে। তার স্ত্রীও পড়ে। পুরুষরা নারীর লেবাস পড়ে প্রতিবাদ জানানোর কারণেই তিনি ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিলেন।

তিনি আরও বলেন, পোস্ট ভাইরাল করা আমার মূল মোটিভ ছিল না। তিনি নারী বিদ্বেষী কর্মকর্তাও নন। তার পোস্ট নিয়ে বিভিন্নজনের আলোচনার প্রেক্ষিতে তিনি পোস্টটি ডিলিট করেছেন বলে জানান তিনি।

—ইউএনবি