October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 25th, 2024, 8:08 pm

টিভি ছেড়ে ওটিটিতে জাহিদ হাসান

অনলাইন ডেস্ক :

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা জাহিদ হাসান। তিন যুগের বেশি সময় ধরে রাজত্ব করেছেন টিভি পর্দায়। চলচ্চিত্র অঙ্গনেও রেখেছেন কৃতিত্বের ছাপ। তবে ইদানীং নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেকটাই। বেছে বেছে কাজ করছেন। তবে এবার নতুন কাজের খবর নিয়ে এলেন এই গুণী অভিনেতা। এবার টিভি নাটকে নয়, অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মিত কাজে মনোযোগী জাহিদ হাসান। অভিনেতা সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন তিনটি কাজে। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম।

এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, “কাজগুলো নিয়ে এরইমধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফির দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরু করব। ভালো কাজের ব্যাপারে ওদের (দুই নির্মাতার) অনেক চেষ্টা আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সম্মানটা অনেক বেশি দেয়। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনলাইন কনটেন্টের কাজে আগ্রহের কারণ জানিয়ে এ অভিনেতা বলেন, ‘বেশ যতœ ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে, মানের ক্ষেত্রেও খুব একটা আপোশ করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি।’