October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 26th, 2024, 8:46 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়লো বাঘিনীরা

অনলাইন ডেস্ক :

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই মেগা ইভেন্টে বাংলাদেশের আয়োজক হবার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। যদিও টুর্নামেন্টের আয়োজক আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি)। ইভেন্টটি সফলভাবে শেষ করতে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে অংশীদারিত্ব রয়েছে বিসিবির।

গত এক দশক ধরে এই টুর্নামেন্টে জয়হীন থাকলেও এবার সেমিফাইনালে খেলার স্বপ্ন নারী দলের। ২০১৪ সালে ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার অংশ নিয়েছিলো বাংলাদেশ। ঐ আসরে দু’টি ম্যাচে জয় পেয়েছিলো তারা। শ্রীলংকা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিলো বাঘিনীরা। ঐ আসরের পর চারটি বিশ্বকাপে খেললেও কোন জয় পায়নি বাংলাদেশ। এই চারটি সংস্করণে মোট ১৬টি ম্যাচে জয়হীন তারা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৩ অক্টোবর শারজাহতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর একই ভেন্যুতে ৫ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর শারজাহতে ১১ ও ১৩ অক্টোবর যথাক্রমে-ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।