October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 21st, 2023, 9:36 pm

টি-টোয়েন্টি সিরিজে নেই ওয়ার্নার

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের পর দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আগেই। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার আছেন সেই তালিকায়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখেনি অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাথু ওয়েডের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। এবারের বিশ্বকাপ জয়ী দলের কেবল সাত ক্রিকেটারকে রাখা হয়েছে আসছে সিরিজের স্কোয়াডে। এ ছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা তানভির সাঙ্ঘাও সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। ঘরের মাঠে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ‘হোম সামার’ মৌসুম। ওই সিরিজের সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার।

ওয়ার্নার ছাড়াও ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তিন পেসার প্যাট কামিন্স, জস হেইজেলউড ও মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শকে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হওয়া অলরাউন্ডার অ্যারন হার্ডি এই সিরিজেও সুযোগ পেয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা স্পেন্সার জনসনের জায়গায় ডাক পেয়েছেন কেন রিচার্ডসন। এই সিরিজে ছুটিতে থাকছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ।

ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর।
অস্ট্রেলিয়া স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, তানভির সাঙ্ঘা।