October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 7:28 pm

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক :

গত রোববার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ৩ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ দুই ওভারের নাটকীয়তায় জিতে সাত ম্যাচের সিরিজে ২-২ এ সমতা এনেছে বাবর আজমের দল। এটি ছিল পাকিস্তানের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ১৬৭ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ দুই ওভারে প্রয়োজন ৯ রান, হাতে তিন উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন হারিফ রউফ। ১০ বলে ইংল্যান্ডের তখন প্রয়োজন কেবল ৫ রান। এমন এক পরিস্থিতিতে তৃতীয় এবং চতুর্থ বলে দুই ২ উইকেট তুলে নেন হারিস। শেষ ওভারে রিসে টপলিকে রানআউট করে ম্যাচটি জিতে যায় পাকিস্তান। এদিন ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে ২০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির স্থাপন করেছে পাকিস্তান। এর মধ্যে ১২২টি ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার তালিকায় দুইয়ে রয়েছে ভারত। ১৮২ ম্যাচ খেলে ভারত জিতেছে ১১৬টিতে।