October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 7:46 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টোকসকে নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক :

চলতি মাসে ফের শুরু হচ্ছে আইপিএল। মুস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস রেকর্ড ১.৪ মিলিয়ন পাউন্ডে ইংলিশ তারকা বেন স্টোকসকে দলে ভিড়িয়েছিল। কিন্তু এই পর্বে রাজস্থানের হয়ে খেলতে পারবেন না স্টোকস। শুধু আইপিএল নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বেন স্টোকস জানিয়েছেন, এখন তার ভাবনায় কোনো ক্রিকেট নেই। তাই ইংল্যান্ডের নির্বাচকরাও তাকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন তারা। গত ৩০ জুলাই থেকে স্টোকস অনির্দিষ্টকালের জন্য বিরতিতে আছেন ক্রিকেট থেকে। মূলত মানসিক চাপমুক্ত হয়ে প্রশান্তিময় কিছু সময় কাটাতেই এই বিরতি নিয়েছেন তিনি। আগামী শুক্রবারের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি’র কাছে ১৫ সদস্যের দল জমা দিতে হবে ইংল্যান্ডকে। নির্বাচকরাও স্টোকসকে বিরক্ত করতে চান না। তার পরিবর্তে বিশ্বকাপের দলে রাখা হতে পারে ক্রিস সিলভারউডকে। সূত্র: ডেইলি মেইল