অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিক মনে করেন, তার বয়স ৪০ হলেও তিনি দলের জন্য বোঝা নন। এখনো টি-টোয়েন্টি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সামর্থ্য তার রয়েছে। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে চান। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমার বয়স যতই হোক, কেউ বলতে পারবে না যে আমি দলের জন্য বোঝা। আমি সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। আমি বল ও ব্যাট হাতে, এমনকি ফিল্ডিংয়েও নিজের সামর্থ্য দেখিয়েছি। আমি এখনো আমার ক্রিকেটটা পরিপূর্ণভাবে উপভোগ করছি।’ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আমি বিশ্বকাপ খেলবই―এমনটা ধরে রাখিনি। কারণ আমি সম্মানের সঙ্গে অবসর নিতে চাই। যদি বাবর (আজম) আমাকে খেলতে বলে তাহলে আমি খেলব। অন্যথায় আমি সম্মানের সহিত অবসর নিয়ে নেব।’ ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন শোয়েব মালিক। এখনো দুর্দান্ত খেলে চলেছেন এই অলরাউন্ডার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সদ্যঃসমাপ্ত পিএসএলেও দারুণ খেলেছেন তিনি।
আরও পড়ুন
ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিমকে দলে নিতে নোটিশ
দেখে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড